১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৫৬
Search
Close this search box.
Search
Close this search box.
‘এই বিচার ব্যবস্থাকে ধিক্কার’ স্ট্যাটাসঃ কিন্ডারগার্টেনে পাওয়া গেল শিক্ষকের মরদেহ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ জানুয়ারি, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকায় ‘ভুলের ক্ষমা চাইতে ভয় কিসের?’, ‘এ কেমন বিচার? বাদী, বাদীপক্ষ, বিচারক এবং এই বিচার ব্যাবস্থাকে ধিক্কার!!’ ফেসবুকে এমন স্ট্যাটাস দেয়ার অল্প কিছুক্ষণ পরই কিন্ডারগার্টেনের কোচিং সেন্টারের একটি কক্ষ থেকে গলায় ফাস দেয়া অবস্থায় শিক্ষকের মরদেহ পাওয়া গেছে।

আজ শনিবার (৮ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টা’র দিকে বিনোদপুরের কর্মকারবাড়ি এলাকায় ক্রিয়েটিভ মডেল ইন্সটিটিউটের শিক্ষক লোকনাথ সুত্রধর মৃদুল (২৬) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তার পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, বিনোদপুর এলাকায় ক্রিয়েটিভ মডেল ইন্সটিটিউট নামের ঐ কিন্ডারগার্টেনের ব্যবসায়িক অংশীদার ছিলেন মৃদুল। কিছুদিন আগে প্রতিষ্ঠানটির আরেক অংশীদারের সাথে তার বিবাদ হয়। সেই সূত্র ধরে গতকাল রাতে স্থানীয়ভাবে সালিশি-মীমাংসা হয়। সেখানে মৃদুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেখান থেকে রাতে বাসায় না ফিরে ঐ কিন্ডারগার্টেনের কোচিং সেন্টারে রাত কাটায় মৃদুল। সকালে সেখানে কর্মরত তার আপন ছোট ভাই অজয় সূত্রধর দুদুল কোচিং সেন্টারের তালা খুলে ভাইয়ের মরদেহ দেখতে পায়।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, বিনোদপুর এলাকা থেকে মৃদুলের লাশ পরিবার ঝুলন্ত অবস্থায় পাওয়ার পর সৎকারের জন্য নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নিবে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা।

error: দুঃখিত!