মুন্সিগঞ্জ, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের চাঞ্চল্যকর জেসি মাহমুদ হত্যা মামলার দুই আসামি বিজয় রহমান ও আদিবা আক্তার এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
বুধবার প্রকাশিত ফলাফলে এই দুইজনই উত্তীর্ণ হয়েছে। আদিবা আক্তার রাজধানীর বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজের বিজ্ঞান শাখা থেকে এইচএসসিতে অংশ নিয়ে জিপিএ ৪.৫০ আর প্রধান আসামি বিজয় রহমান মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ থেকে মানবিক শাখা থেকে অংশ নিয়ে জিপিএ ২.৭৫ পেয়েছে।
এই দুই আসামিই এখন মুন্সিগঞ্জ কারাগারে রয়েছে। দুই আসামী কারাগারের ভেতরেই কতৃপক্ষের মাধ্যমে ফলাফল জানতে পারে। তাদের পরিবারও ফলাফল সংগ্রহ করেছে।