মুন্সিগঞ্জ, ১৬ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব পেয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার ৩৭৭ শিক্ষার্থী।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ৩৭৭ জন শিক্ষার্থীর মাঝে এই ট্যাব বিতরণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্যাব বিতরণ করেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছ উজ্জামান।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মো. আল জুনায়েদ।
তিনি জানান, উপজেলার ২৬টি এমপিওভুক্ত ও ৩ টি সরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির সমন্বিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা ৩৭৭ জন কৃতী শিক্ষার্থীর হাতে এই ট্যাব বিতরণ করা হয়।