১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ৯:৩৪
Search
Close this search box.
Search
Close this search box.
উপজেলা নির্বাচন: সদরে মনোনয়ন বিতরন শেষ হচ্ছে আজ, কাল প্রার্থী নির্ধারণ
খবরটি শেয়ার করুন:

মোহাম্মদ সেলিম ও গোলাম আশরাফ খান উজ্জ্বলঃ আসন্ন উপজেলা নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন ফরম মুন্সিগঞ্জ সদর উপজেলায় বিক্রির শেষ দিন আজ শুক্রবার।

শনিবার মুন্সিগঞ্জ সদর উপজেলার বিক্রিকৃত মনোনয়ন প্রার্থীদের যাচাই বাছাই করা হবে।

যেসব প্রার্থীরা মনোনয়ন ফরম কিনেছেন তারা কাল শনিবার তৃণমূলের নেতাদের মুখোমুখী হবেন। তৃণমুলের নেতাদের সর্বাধিক ভোট যিনি পাবেন তার নামই জেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় দপ্তরে পাঠাবে।

সেক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠানো হবে। সেই ভাবে কেন্দ্র যাকেই মনোনয়ন দিবে মুন্সিগঞ্জে আ’লীগ তাঁর পক্ষেই নির্বাচন করবে।

যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রতিটি উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও প্রতিটি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক অংশ নিবে।

এদিকে শুধুমাত্র মুন্সিগঞ্জ সদর উপজেলায় দু’টি পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকরা এ নির্বাচনে ভোট দিতে পারবেন। সর্বাধিক ভোট প্রাপ্তিরা এ নির্বাচনে বিজয়ী হবেন।

২৭ জানুয়ারি গজারিয়া উপজেলা প্রার্থীদের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। এ উপজেলার প্রার্থীরা ২৬ জানুয়ারি’র মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

২৮ জানুয়ারি সিরাজদিখান উপজেলা প্রার্থীদের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। এ উপজেলার প্রার্থীরা ২৭ জানুয়ারি’র মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

২৯ জানুয়ারি শ্রীনগর উপজেলা প্রার্থীদের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। এ উপজেলার প্রার্থীরা ২৮ জানুয়ারি মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

৩০ জানুয়ারি লৌহজং উপজেলা প্রার্থীদের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। এ উপজেলার প্রার্থীরা ২৯ জানুয়ারি’র মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

৩১ জানুয়ারি টংগিবাড়ী উপজেলা প্রার্থীদের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। এ উপজেলার প্রার্থীরা ৩০ জানুয়ারি’র মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

error: দুঃখিত!