১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:৪৮
Search
Close this search box.
Search
Close this search box.
উপজেলা নির্বাচন: শ্রীনগরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাকিরের মতবিনিময়
খবরটি শেয়ার করুন:

আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ জাকির হোসেন মতবিনিময় সভা করেছেন।

সোমবার সন্ধ্যায় উপজেলার কেয়টখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় যুবলীগ উপ কমিটির সহ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান অতিথীর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত উদ্যোগকে বাস্তবায়নের লক্ষ্যে নৌকার পক্ষে কাজ করার কোন বিকল্প নেই। উপজেলা নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিবে বলে আমি আশাবাদী।

ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইদ্রিস আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন ডাঃ এম,এ হাকিম, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ সালাম, উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আনোয়ার আলী খান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক শামসুল আলম খোকন, ষোলঘর ইউনিয়ন বিকল্পধারার সদস্য সচিব আঃ লতিফ মাষ্টার, শিক্ষক সিরাজুল ইসলাম, মুজিবুর রহমান, শহিদুল ইসলাম, ষোলঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম উজ্জল, যুগ্ন সাধারণ সম্পাদক আঃ হালিম খান সুমন,সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম শ্যামল, সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আঃ রাজ্জাক, ছাত্রলীগ নেতা কাজল হোসেন, সালমান শুভ প্রমুখ।

error: দুঃখিত!