১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৪৫
উপজেলা নির্বাচনে মুন্সিগঞ্জের গজারিয়ায় দুই প্রার্থীকে শোকজ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

প্রথম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠিতব্য মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধিমালা লঙ্ঘন করায় প্রতিদ্বন্দী দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ‘কারণ দর্শানোর নোটিশ’ পাঠিয়েছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা।

ওই দুই প্রার্থী হলেন- পদ্মফুল প্রতীকের প্রার্থী খাদিজা আক্তার আঁখি ও কলস প্রতীকের মেহেরুন নেছা উত্তরা।

জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে পাঠানো গজারিয়া উপজেলা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ স্বাক্ষরিত ‘কারণ দর্শানোর নোটিশ’- এ বলা হয় বৃহস্পতিবার প্রচারণায় বের হয়ে পদ্মফুল প্রতীকের প্রার্থী খাদিজা আক্তার আঁখি তার প্রতিদ্বন্দী প্রার্থী কলস প্রতীকের মেহেরুন নেছা উত্তরাকে বাঁধা প্রদান করেন বলে অভিযোগ পাওয়া যায়। অন্যদিকে উত্তরাও আঁখির প্রচারণার সময় উচ্ছৃখল আচরণ করেন।

তাদের উভয়ের কর্মকাণ্ড নির্বাচন আচরণ বিধির লঙ্ঘন বলে জানানো হয় ওই নোটিশে।

উল্লেখিত দুই প্রার্থীর উদ্দেশ্যে নোটিশে বলা হয়- ‘আপনাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কেন ব্যবস্থা নেয়া হবে না তার ব্যাখ্যা আগামী ২৪ ঘন্টার মধ্যে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে লিখিত আকারে দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও দুই প্রার্থীর কারও বক্তব্য পাওয়া যায়নি।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ভবেরচর কলেজ রোড এলাকায় প্রচারণার সময় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেরুন নেছা উত্তরা ও খাদিজা আক্তার আঁখি মুখোমুখি হলে তাদের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে যা পৌঁছায় দুই প্রার্থীর মধ্যে। এসময় দুজনই নানারকম উচ্ছৃখল আচরণ করে এলাকায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

error: দুঃখিত!