দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি নেত্রী ও মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয়ভাবে উপজেলা নির্বাচন বর্জন করা সত্ত্বেও জাহানারা বেগম দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাকে দলের গঠনতন্ত্র মোতাবেক দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে