মুন্সিগঞ্জ, ৯ ডিসেম্বর, ২০২২, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
আজ ৯ ডিসেম্বর উত্তেজনাপূর্ণ রাতে বাঁচা-মরার লড়াইয়ে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা।
রাত ৯টা’য় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে রাত ১টা’য় লুসাইল আইকনিক স্টেডিয়ামে নেদারল্যান্ডস এর বিপক্ষে নামবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বাংলাদেশে এই দুইটি দলেরই সমর্থক বেশি। সেই প্রেক্ষাপটে বাংলাদেশী ফুটবল প্রেমীদের জন্য আজকের রাতটি বেশ উত্তেজনাপূর্ণ।
এর আগে বিশ্বকাপের মঞ্চে ক্রোয়েশিয়া ও ব্রাজিল দুইবার মুখোমুখি হয়েছিল। যেখানে ২০০৬ সালে ১-০ গোলে ও ২০১৪ সালের গ্রুপ পর্বে ৩-১ গোলে জিতেছিল ব্রাজিল।
সব মিলিয়ে চারবারের দেখায় ব্রাজিল কখনও ক্রোয়েশিয়ার কাছে হারেনি। সবশেষ ২০১৮ সালে নেইমার ও রবার্তো ফিরমিনোর দ্বিতীয়ার্ধের গোলে ২-০ তে প্রীতি ম্যাচ জিতেছিল সেলেসাওরা। পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে ক্রোয়েশিয়া কেবল একবারই হার এড়াতে পেরেছিল। ২০০৫ সালে প্রথমবারের দেখায় ড্র করেছিল দুই দল।
নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা বিশ্বকাপে যেন চেনা প্রতিদ্বন্দ্বী। বিশ্বমঞ্চে তারা শুক্রবার ষষ্ঠবার মুখোমুখি হচ্ছে। সব মিলিয়ে ৯ বার দেখা হয়েছে দুই দলের।
বিশ্বকাপে দুই দলের সবশেষ ম্যাচ হয়েছিল ২০১৪ সালের সেমিফাইনালে। ১২০ মিনিট শেষে স্কোর ০-০ থাকলে পেনাল্টি শুটআউটে চার স্পট কিকের সবগুলো জালে জড়িয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা।