২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:৩৭
উচ্ছেদ হলো ইউপি সদস্যের সেই ড্রেজার পাইপ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ মার্চ, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মাহাবুব শাহ্’র অবৈধ ড্রেজার পাইপ লাইন উচ্ছেদ করা হয়েছে।

ড্রেজার বাণিজ্যে যত্রতত্রভাবে দীর্ঘ ১ কিলোমিটার ধানি জমির ওপর দিয়ে ড্রেজারের লাইনটি টানার ফলে এলাকার অসংখ্য ফসলী জমি হুমকির মুখে পড়ে। প্রভাবশালী ড্রেজার সিন্ডিকেটটির ভয়ে ভুক্তেভোগীরা মুখ খুলতে সাহস পাচ্ছিল না।

এ নিয়ে গত রোববার ‘নিষেধাজ্ঞা অমান্য করে ইউপি সদস্যের ড্রেজার বাণিজ্য’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ড্রেজার পাইপ লাইন অপসারণে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।

তকাল সোমবার দুপুরে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ সরেজমিনে ঘটনাস্থল পরির্দশন করে মাহাবুব শাহ্’র ড্রেজার পাইপ লাইন উচ্ছেদের ব্যবস্থা নেন। এসময় ১০/১২টি পাইপ অপসারণ করা হয়।

ভোগান্তি সৃষ্টিকারী ড্রেজার পাইপ লাইন উচ্ছেদ করায় এলাকাবাসী খুশি।

error: দুঃখিত!