মুন্সিগঞ্জ, ২৯ মার্চ, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মাহাবুব শাহ্’র অবৈধ ড্রেজার পাইপ লাইন উচ্ছেদ করা হয়েছে।
ড্রেজার বাণিজ্যে যত্রতত্রভাবে দীর্ঘ ১ কিলোমিটার ধানি জমির ওপর দিয়ে ড্রেজারের লাইনটি টানার ফলে এলাকার অসংখ্য ফসলী জমি হুমকির মুখে পড়ে। প্রভাবশালী ড্রেজার সিন্ডিকেটটির ভয়ে ভুক্তেভোগীরা মুখ খুলতে সাহস পাচ্ছিল না।
এ নিয়ে গত রোববার ‘নিষেধাজ্ঞা অমান্য করে ইউপি সদস্যের ড্রেজার বাণিজ্য’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ড্রেজার পাইপ লাইন অপসারণে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।
গ
তকাল সোমবার দুপুরে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ সরেজমিনে ঘটনাস্থল পরির্দশন করে মাহাবুব শাহ্’র ড্রেজার পাইপ লাইন উচ্ছেদের ব্যবস্থা নেন। এসময় ১০/১২টি পাইপ অপসারণ করা হয়।
ভোগান্তি সৃষ্টিকারী ড্রেজার পাইপ লাইন উচ্ছেদ করায় এলাকাবাসী খুশি।