মুন্সিগঞ্জ, ৫ এপ্রিল, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
পোলার চাল, চিনি, নুডলস ও দুই পদের সেমাই নিয়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে মুন্সিগঞ্জের বেঙ্গল বন্ধন ফাউন্ডেশন।
আজ শুক্রবার বিকালে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের পূর্ব বাঘড়া, মাঘডাল, বেপারী বাড়ি, মধ্য বাঘড়া, তালুকদার বাড়ী, উত্তর বাঘড়া, পশ্চিম বাঘড়া ও ফরিদপুরের নারিকেল বাড়িয়া ইউনিয়নের সরকার কান্দি গ্রামের অন্তত ৮০ টি দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বেঙ্গল বন্ধন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সায়মন আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রিদয় আহমেদ আবির, সহ সাংগঠনিক সম্পাদক বাধন আহম্মেদ বেপারী, উপ দপ্তর সম্পাদক সিয়াম মোড়ল, সহ কোষাধক্ষ মোহাম্মদ ইব্রাহিম, প্রচার সম্পাদক সালমিন হোসেন বেপারী, উপ প্রচার সম্পাদক মিতুল বেপারী।
উদ্যোক্তারা জানান, প্রবাস থেকে তাদের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ্আলম গাজী, সহ সভাপতি রাকিব আহমেদ, সম্মানিত সদস্য মুহাম্মদ আক্রাম ও সম্মানিত সদস্য হাবিব শেখ (রফিকুল )।
প্রসঙ্গত, ‘জাগো বাঙালী মমতার বন্ধনে’ স্লোগানে প্রতিষ্ঠিত সামাজিক সেবামূলক সংগঠন বেঙ্গল বন্ধন ফাউন্ডশন গেল এক বছর ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।