১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১২:৪৭
Search
Close this search box.
Search
Close this search box.
ঈদ ছুটির ৫ দিনে পদ্মা সেতুর আয় সাড়ে ১৪ কোটির বেশি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

এবার ঈদের ছুটিতে গত ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ৫ দিনে ৪৬ হাজার ৫৫৩ টি যানবাহন পারাপার হয়েছে পদ্মা সেতু দিয়ে। সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে এই ৫ দিনে টোল আদায় হয়েছে ১৪ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৭০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মাওয়া প্রান্ত দিয়ে ৯ এপ্রিল ৩০ হাজার ৩৩০টি, ১০ এপ্রিল ১৭ হাজার ৫০৫ টি, ১১ এপ্রিল ১১ হাজার ১৯৪ টি, ১২ এপ্রিল ১৫ হাজার ৮৮৩ টি  এবং ১৩ এপ্রিল ১২ হাজার ৮৯৬ টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে মাওয়া প্রান্ত থেকে পাঁচ দিনে টোল আদায় হয়েছে ৭ কোটি ৮৭ লাখ ১৮ হাজার ৫৫০ টাকা।

অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ৫ দিনে যথাক্রমে ৯ এপ্রিল ১৪ হাজার ৮৭৪ টি, ১০ এপ্রিল ৮ হাজার ৫১০ টি, ১১ এপ্রিল ৭ হাজার ৪৬৫ টি, ১২ এপ্রিল   ১২ হাজার ১০০ টি এবং ১৩ এপ্রিল ১৫ হাজার ৫৯৬ টি যানবাহন পদ্মাসেতু পার হয়েছে। সেখানে টোল আদায় হয়েছে ৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে জানান, এবার ঈদযাত্রায় ৯ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত ৫ দিনে ১৪ কোটি টাকার উপরে টোল আদায় হয়েছে সেতুর দুই প্রান্তের টোল প্লাজার ১৪ টি বুথ থেকে।

গত বছরের তুলনায় যানবাহন ও টোল আদায়ের পরিমাণ কম হলেও এবার ঈদের আগে একদিনে সর্বোচ্চ ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা টোল আদায়ের রেকর্ড হয়।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন যানবাহন পারাপারের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। সেদিন পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬ যানবাহন পাড়ি দেয়। এ পর্যন্ত পদ্মা সেতু দিয়ে এটিই সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড। এবারের ঈদের ছুটিতে পারাপার হওয়া যানবাহন সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এবার ঈদে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার গত বছরের তুলনায় কমেছে। সেই সঙ্গে কমেছে টোল আদায়ের পরিমান। গত ঈদুল ফিতরের সময় ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ১ লাখ ৬৩ হাজার ৭৭৮টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১৪ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৫৫০ টাকা। এ বছরের হিসাবে যানবাহন কমেছে ১৭ হাজার ২২৫টি। টোলের পরিমাণও কমেছে গত বছরের তুলনায় ১ লাখ ১৩ হাজার ৮৫০ টাকা।

এদিকে পদ্মা সেতু দিয়ে এই পর্যন্ত সর্বমোট টোল আদায় হয়েছে ১৪ শ ৬৬ কোটি ১৬ লাখ ৩ হাজার টাকা। আর সর্বমোট যানবাহন পারাপার হয়েছে ১ কোটি ৯ লাখ ৯১ হাজার ৯৩৭ টি।

error: দুঃখিত!