মুন্সিগঞ্জ, ৬ এপ্রিল, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি ও থ্রি পিস নিয়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে মুন্সিগঞ্জের ‘সম্প্রীতি এসো হাত বাড়াই’ সংগঠন।
আজ শনিবার বেলা ১১ টায় মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেটস্থ নিউমার্কেটের চতুর্থ তলায় সংগঠনটির প্রধান কার্যালয়ে শতাধিক মানুষের মাঝে এই ঈদ উপহার তুলে দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র সোহেল রানা রানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, সাংবাদিক ও সমাজসেবক মুহাম্মদ মাহবুব আলম বাবু, সাংস্কৃতিক কর্মী আরিফ মোড়ল, সাংবাদিক শেখ মো. শিমুল ও আরাফাত রায়হান সাকিব।
‘সম্প্রীতি এসো হাত বাড়াই’ সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাকারিয়া কাউসারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী নাজমুল হোসেন রিয়াদ।