২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৩:৪০
ঈদে সৌদি আরবে থাকবে ৫ দিনের কারফিউ
খবরটি শেয়ার করুন:

১৪ মে, ২০২০, (আমার বিক্রমপুর)

করোনার পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে ঈদুল ফিতরের ৫ দিনের ছুটিকালে কারফিউ জারির ঘোষণা দিয়েছে সৌদি আরব। 

স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। 

রয়টার্সের খবরে বলা হয়, ঈদের ছুটি ঘিরে ২৩ থেকে ২৭ মে পর্যন্ত ওই কারফিউ জারি থাকবে। তার আগ পর্যন্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান এখনকার মতোই খোলা থাকবে। মানুষজনও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলাচল করতে পারবে। তবে মক্কা নগরীতে বরাবরের মতোই কারফিউ বলবৎ থাকবে। 

করোনার প্রকোপের মুখে এর আগেও বেশির ভাগ শহর-নগরে কারফিউ জারি করে সৌদি আরব। রমজানের শুরুতে তা কিছুটা শিথিল করা হয়। তবে যে সব এলাকায় করোনা সংক্রমণের হার বেশি সেগুলো পুরোপুরি বিচ্ছিন্ন ও লকডাউন অবস্থায় আছে। 
    
সরকারি হিসেবে এখন পর্যন্ত সৌদি আরবে ৪২ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৭০ জনের মতো মারা গেছেন।  

error: দুঃখিত!