৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সন্ধ্যা ৬:২৫
ঈদে নেটিজনদের নজরে আব্দুল হাইয়ের অসুস্থতার ছবি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ এপ্রিল ২০২৩, আমার বিক্রমপুর ডেস্ক (আমার বিক্রমপুর)

দীর্ঘদিন ধরেই অসুস্থতা নিয়ে রাজনীতির মাঠের বাইরে রয়েছেন মুন্সিগঞ্জ বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী, জনপ্রিয় রাজনীতিক আব্দুল হাই (৭৪)।

অষ্টম জাতীয় সংসদে প্যানেল স্পিকারের দায়িত্ব পালন করছেন আব্দুল হাই। ছবি: সংগৃহীত।

সর্বশেষ মুন্সিগঞ্জে বিএনপির কোন কর্মসূচিতে তাকে দেখা গেছে তাও অনেকদিন হবে। তবু নেতারা প্রতিটি কর্মসূচিতে আব্দুল হাইয়ের সুস্থতা চেয়েছেন। কর্মীরা আব্দুল হাইয়ের মুখখানা একটিবারের জন্য হলেও খুঁজেছেন। কিন্তু তাকে দেখা যায়নি কোথাও।

ঈদের দিন দুপুরে Alhaz Abdul Haye নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আব্দুল হাইয়ের একটি ছবি পোষ্ট করার পর তা নিয়ে রীতিমত আলোচনা তৈরি হয়েছে। ছবিটিতে দেখা গেছে- অসুস্থ আব্দুল হাই বসে আছেন হুইলচেয়ারে। তার মুখের আকৃতি কিছুটা বদলেছে। 

প্রিয় নেতার এমন চেহারা দেখে বেধনাবিধুর হয়েছেন অনেকেই। ছবিটি পোষ্ট করার পরপরই বিএনপির নেতাকর্মীরা সেটি ফেসবুকে পোষ্ট করা শুরু করেছেন। এমনকি আওয়ামী লীগ সমর্থকদের কেউ কেউ ছবিটি ফেসবুকে পোষ্ট করে আব্দুল হাইয়ের সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

দলমত নির্বিশেষে আব্দুল হাইয়ের গ্রহণযোগ্যতা বা খুব সাধাসিধেভাবে মানুষের সাথে মিশে যাওয়াটা পছন্দ করেন সকলেই- এ বার্তাই যেন দিলেন নেটিজনরা।

error: দুঃখিত!