১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:১৬
ঈদে নিরাপদে যাত্রী পারাপারে লৌহজংয়ে জেলা প্রশাসনের বিশেষ আইন শৃঙ্খলা সভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ মে, ২০২১, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের নিরাপদে পারাপার নিশ্চিত করতে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩ মে) সকাল সাড়ে ১১ টায় লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে এই বিশেষ আইন শৃঙ্খলা অনুষ্ঠিত হয়।

সভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট হতে যাত্রীদের নিরাপদে পারাপারের বিষয়ে আলোচনা করা হয়। যাত্রীগণ পারাপারের সময় যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয়, এজন্য সকল কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হুমায়ুন কবির, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ((ইউএনও)) প্রণব কুমার , সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়জুল ইসলাম প্রমূখ।

error: দুঃখিত!