মুন্সিগঞ্জ, ২৮ জুন ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
গতবছরের ২৬ জুন পদ্মা সেতু খুলে দেয়ার পর এবছর কোরবানির ঈদ উদযাপন করতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় গতকাল মঙ্গলবার (২৭ জুন) দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছে পদ্মা সেতু হয়ে। এতে একদিনে রাজস্ব আদায় হয়েছে এযাবৎকালের সর্বোচ্চ ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।
এর আগে সর্বোচ্চ টোল আদায় হয়েছিলো ২০২২ সালের ৮ জুলাই ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।
পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার (২৭ জুন) ২৪ ঘন্টায় পদ্মা সেতুর উভয় প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৭০ টাকা৷ যার মধ্যে ৮১ হাজার ৪০০ টাকা সেনা ও বিশেষ বাহিনীর ক্রেডিট টোল।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এবারের কোরবানির ঈদকে কেন্দ্র করে বাড়িফেরা মানুষের চাপ ছিলো গতকাল মঙ্গলবার। এদিন সেতুর দুইপ্রান্ত হয়ে পারি দেয় ৪৩ হাজার ১৩৭টি যানবাহন। এর মধ্যে জাজিরা প্রান্ত হয়ে পারি দেয় ১৩ হাজার ২৪০টি যানবাহন, টোল আদায় হয় ১ কোটি ৯১ লাখ ৩৪ হাজার ৩শ টাকা। মাওয়া প্রান্ত হয়ে পার হয় ২৯ হাজার ৮৯৭টি যানবাহন যা থেকে আদায়কৃত টোলের পরিমান ২ কোটি ৭০ লাখ ৪শ টাকা।
তিনি আরও জানান, এর মধ্যে পদ্মা সেতুর টোল আয়ের পরিমান ৮শ কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত টোল আদায় হয়েছে ৮শ ৯কোটি ৭৮লাখ ৪০হাজার ২৫০টাকা।
পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৮টি ও জাজিরা প্রান্তে ৭টি বুথের মাধ্যমে এ্যনালগ পদ্ধতিতে টোল আদায় হচ্ছে। এছাড়া মোটরসাইকেল পারাপারের জন্য দুই পাশে দুইটি করে পৃথক চারটি লেন প্রস্তুত রাখা হয়েছে। মোটরসাইকেলের চাপ বাড়লে লেন বাড়ানো হচ্ছে। তাছাড়া একটি লেন হয়েই মোটরসাইকেল পারাপার হচ্ছে।