ইয়েমেনের শিয়াপন্থী হুতি বিদ্রোহীদের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন অভিযানে অংশ নেয়া সংযুক্ত আরব আমিরাতের ২২ সেনা নিহত হয়েছে। খবর, বিবিসির।
তবে সামরিক বিবৃতিতে তাদের মৃত্যু পরিস্থিতি নিয়ে কিছু উল্লেখ করা হয়নি। আবুধাবি ভিত্তিক সংবাদপত্র ‘দি ন্যাশনাল’ এক প্রতিবেদনে জানায়, পূর্বাঞ্চলীয় তেল-সমৃদ্ধ মারিব প্রদেশের একটি অস্ত্রাগারে শুক্রবার এক বিস্ফোরণে তারা মারা যায়।
হুতি বিদ্রোহীদের এক সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানায়, সেনা শিবিরটিতে রকেট ছুড়ে এ বিস্ফোরণ ঘটানো হয়। মারিবের অধিবাসীরা রয়টার্সকে বলে, তারা শিবিরটিতে আগুন জ্বলতে এবং ধোঁয়া উড়তে দেখেছে।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানার দখল নেওয়ার পর সৌদি আরবে পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট আব্দু রাবু মানসুর হাদি। এর পর চলতি বছরের মার্চ মাসে হুতিবিরোধী অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন মিত্রবাহিনী। গাল্ফ আরবের দেশ আমিরাতও ওই অভিযানে অংশ নিচ্ছে। অভিযান শুরুর পর এর আগে আরব আমিরাতের আরও পাঁচ সেনা নিহত হয়েছেন।
সূত্র: বিবিসি নিউজ