১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:৪১
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেটের ফাইনালে মুন্সিগঞ্জ
খবরটি শেয়ার করুন:

বিসিবি ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেটের ঢাকা বিভাগীয় পর্বের সেমিফাইনালে শরীয়তপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে মুন্সিগঞ্জ।

সোমবার গোপালগঞ্জের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ৫৭ রানে শরীয়তপুরকে হারায় মুন্সিগঞ্জ।

প্রথমে ব্যাট করে ১৫১ রানে অল আউট হয় মুন্সিগঞ্জের ছেলেরা। দলের পক্ষে গোলাম রাব্বি করেন সর্বোচ্চ ৩২ রান । এছাড়া গোলাপ ২৩ ও শামিম করেন ২০ রান। জবাবে ইয়াকুবের দুর্দান্ত বোলিংয়ের মুখে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় শরীয়তপুরের ইনিংস । ইয়াকুব নেন ৪ উইকেট ।

ঢাকা ও নারায়ণগঞ্জেরে মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের বিপক্ষে আগামী ৫ জানুয়ারি ফাইনালে মুখোমুখি হবে মুন্সিগঞ্জ।

error: দুঃখিত!