২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:৪৭
‘ইসলাম ধর্মে জোরজবরদস্তির ঠাই নেই’-মৃণাল কান্তি দাস
খবরটি শেয়ার করুন:

‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামের প্রচার যদি হয়ে থাকে দাওয়াতের মধ্য দিয়ে। আল্লাহ প্রেরিত বাণীর ডাকের মধ্য দিয়ে মানুষকে ইসলামের পথে আনীত করা। সেই ধর্মে জোরজবরদস্তির ঠাই নেই। মহানবী (হযরত মুহাম্মদ সাঃ) যখন এই ধরনীতে আগমন করেন এবং ইসলাম ধর্মের প্রচার শুরু করেন মহানবীর বিরুদ্ধে অনেক অনেক জুলুম-অত্যাচার করা হয়েছে। কিন্তু মহানবী কোনদিন আগ বাড়িয়ে জুলুমের পথে যাননি। অত্যাচারের পথে যাননি। যুদ্ধের পথে যাননি। তিনি সকল সময়ে সংযত ছিলেন। মানুষকে দাওয়াতের মধ্য দিয়ে ইসলাম ধর্মে দীক্ষীত করার দীক্ষা দিয়েছিলেন।’-শুক্রবার (৮ মার্চ) সদর উপজেলার আধারা ইউনিয়নের আধারা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ১২ তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

মাদ্রাসার প্র্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হাজ্বী মোঃ রহমত আলী মোল্লা ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন।

মৃণাল কান্তি দাস তার বক্তব্যে আরও বলেন, ‘আধুনিক সময়ে আমরা দেখছি পৃথিবীর দেশে দেশে এক শ্রেণীর লোক ইসলামের নাম ব্যবহার করে শান্তিকামি মানুষের উপর জোরজবরদস্তি করতে চাইছে। তারা ইসলামকে সন্ত্রাস বা জঙ্গীবাদের সাথে জড়াতে চাইছে। এমনকি পবিত্র কোরআন শরীফে যেখানে আত্মহননকে নিষিদ্ধ করা হয়েছে সেখানে তারা সেই পথকে ইসলামের নাম দিয়ে চালিয়ে দিতে চাইছে’

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!