২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১:৫৪
Search
Close this search box.
Search
Close this search box.
ইসরাইলের পণ্য বর্জনের আহবান জানালেন মুন্সিগঞ্জের মধুপুর পীর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ সেপ্টেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে সংহতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৩ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর সবাইকে ইসরায়েলের পণ্য বর্জন করার আহবান জানান।

সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে খতমে নবুওয়্যাত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে ও দারুল উলুম পাথরঘাটা মাদরাসার মুহতামিম মুফতী আবু হাসান এর সঞ্চালনায় এই সংহতি  ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে বক্তারা বলেন, বায়তুল মোকাদ্দাস মুসলমানদের স্মৃতি বিজড়িত স্থান। আমরা শুধু ফিলিস্তিনিদের পক্ষে না, আমরা সকল নির্যাতিত মানুষের পক্ষে। ফিলিস্তিনের পিঠ দেয়ালে ঠেকে যাবার পর যখন প্রতিবাদ করেছে, তখন পশ্চিমা বিশ্ব তাদের সন্ত্রাসী বাহিনী আখ্যা দিচ্ছে। দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েলিরা ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর বর্বরচিত আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে। সমাবেশে উপজলার বিভিন্ন মাদ্রসার শিক্ষার্থীসহ তৌহিদি জনতা অংশ নেয়।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর জামিয়া এমদাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা বসির আহমেদ, জামিয়া শেখ আব্দুল্লাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন, মুস্তফাগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল শেখ মোহাম্মদ আব্দুল গাফফার, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী প্রমুখ।

error: দুঃখিত!