মুন্সীগঞ্জে চাঞ্চল্যকর গৃহবধূ ইতি আক্তার হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের জুবলী সড়কে মানববন্ধন করেন গৃহবধূ ইতির পরিবারের সদস্যরা ও এলাকাবাসী।
এরআগে বেলা ১১টার দিকে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকা থেকে আসা ইতির বাবা-মাসহ শতাধিক নারী-পুরুষ ও শিশুরা জুবলী সড়কে বিক্ষোভ মিছিল করেন।
এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িত ইতির স্বামী ফরিদসহ অপর আসামিদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
গত বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়াকান্দি গ্রামে স্বামীর বাড়ি থেকে ইতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাকে মারধরে হত্যা করা হয়েছে অভিযোগে শুক্রবার থানায় মামলা করেন ইতির বাবা। পরে পুলিশ ইতির স্বামী ফরিদকে গ্রেফতার করে।