মুন্সিগঞ্জ, ২৩ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারে ‘শাহী মামা হালিম’ নামের একটি হালিম ও নেহারি বিক্রির রান্না ঘরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ।
গতকাল সোমবার (২২ মার্চ) সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আসিফ আল আজাদ ‘আমার বিক্রমপুর’ কে জানান, সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজার এলাকায় অভিযানে দেখা যায় ‘শাহী মামা হালিম’ রান্না ঘরে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে হালিম এবং মুরগীল গ্রীল রান্না করা হচ্ছে এবং নিষিদ্ধ ননফুড গ্রেড কালার ও সাইট্রিক এসিড মিশানো হচ্ছে। এ অপরাধের কারনে শাহী মামা হালিমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় ও আদায় করা হয়।
তিনি জানান, অভিযান চলাকালে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত স্টিকার, লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
বাজার অভিযানের সহযোগীতা করেন, সিরাজদিখান উপজেলার স্যানেটারী ইন্সপেক্টর শাহালম মিয়া, অভিযানে নিরাপত্তা বিধানে সিরাজদিখান থানা পুলিশের একটি টিম নিয়োজিত ছিল।