১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:৩৪
Search
Close this search box.
Search
Close this search box.
ইউপি নির্বাচন: চরকেওয়ারে সাধারণ মানুষের পছন্দের প্রার্থী আফসার উদ্দিন ভূঁইয়া
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আসন্ন চরকেওয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া আফছু। এই ইউনিয়নে হেভিওয়েট প্রার্থী তিনি।

৮ বর্গমাইল এলাকা নিয়ে বিস্তৃত মুন্সিগঞ্জ সদর উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন চরকেওয়ার। ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত ইউনিয়নটির ১৯টি গ্রামে প্রায় ৩১ হাজার মানুষের বসবাস।

এছাড়া ইউনিয়নটিতে রয়েছে  ১৩ টি প্রাথমিক বিদ্যালয়, ২ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ২ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ২ টি কমিউনিটি ক্লিনিক, ৭৪ টি মসজিদ সহ ১৩ কিঃ মিঃ পাকা রাস্তা, ১৩ কিঃ মিঃ অর্ধ পাকা রাস্তা, ৩৫ কিঃমিঃ কাঁচা রাস্তা।

এই ইউনিয়নের সাধারণ মানুষের কাছে পরিচিত নাম আফসার উদ্দিন ভূঁইয়া আফছু। এলাকার সামাজিক উন্নয়নে জড়িয়ে রয়েছে যার নাম। তিনি এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

চেয়ারম্যান প্রার্থী হওয়ার পর থেকেই এলাকায় গণসংযোগ শুরু করেছেন আফসার উদ্দিন ভূঁইয়া। তিনি বর্তমানে চরকেওয়ার ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন। আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর তিনি পুরোদমে ভোটের মাঠ চষে বেড়াবেন।

আরও পড়তে পারেন: শেষ দিন পর্যন্ত মুন্সিগঞ্জ সদর ও টংগিবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী হলেন যারা

তফসিল অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর চরকেওয়ার ইউনিয়ন পরিষদের নির্বাচন। এর আগে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর ও প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর। ভোটগ্রহণ হবে ব্যালটপেপার পদ্ধতিতে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!