মুন্সিগঞ্জ, ৩০ ডিসেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ। ইতিমধ্যেই প্রচার-প্রচারণায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। দ্বারে দ্বারে ঘুড়ে বেড়াচ্ছেন ভোটারদের।
তবে উপজেলার ইমামপুর ইউনিয়নে সাধারণ ভোটাররা জানালেন শঙ্কার কথা। ভোটের দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের দাবি তাদের।
ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দৌলতপুর এলাকার ভোটার ইমরান (২৬) বলছেন, ভোটের আগে একজন দলীয় প্রার্থী ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করছেন।এমন পরিবেশ থাকলে সুষ্ঠ ভোট নিয়ে শঙ্কা আছে সাধারণ মানুষের মধ্যে।
৩ নং ওয়ার্ডের করিম খা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার বলছেন, আতঙ্কে রাতে ঘুমাতে পারি না। অব্যাহতভাবে হুমকি-ধমকি পাচ্ছি। তারা বলছে ভোটকেন্দ্রে গেলে গুলি করে মারবে।
ইমামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন। ওয়ার্ড পর্যায়ে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদেও রয়েছেন একাধিক প্রার্থী। ইউনিয়নটিতে মোট ভোটারের সংখ্যা ২০ হাজার ৩৯২ জন।
ভোটাররা জানিয়েছেন, সম্পর্কে দুই চাচাতো ভাইয়ের মধ্যেই এখানে মুল প্রতিদ্বন্দ্বীতা। তারা হলেন, নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী হাফিজুজ্জামান খাঁন জিতু ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনসুর আহমেদ খান জিন্নাহ।
ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনসুর আহমেদ খান জিন্নাহ বলছেন, ভোটারদের সাথে তিনিও নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কিত। তিনি স্থানীয় প্রশাসন সহ সকলের কাছে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট চান।
অন্যদিকে ভোটার ও স্বতন্ত্র প্রার্থীর এমন সব আশঙ্কা উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাফিজুজ্জামান খাঁন জিতু। তিনি বলছেন, সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ যাকে ভালো মনে করবে তাকেই ভোট দিবে। আমার কর্মী-সমর্থকরা শান্তিপ্রিয়। হামলা বা হুমকি-ধমকির প্রশ্নই আসে না।
গজারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লিটন মিয়া বলেন, গজারিয়া উপজেলায় সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা নেয়া হয়েছে। ইমামপুরের বিষয়ে বাড়তি দৃষ্টি রয়েছে। ভোটারদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন শঙ্কামুক্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে আসেন।