হামলা-পাল্টা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বহিরাগতদের সশস্ত্র মহড়ায় উত্তপ্ত হয়ে উঠেছে মোল্লাকান্দি ইউনিয়নের নির্বাচন।
সেখানে ইতোমধ্যে হামলার শিকার হয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতির ছেলে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব, তার চাচাতো ভাই আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সাধারণ সম্পাদক জালালউদ্দিন রুমি রাজন, নৌকার প্রার্থী রিপন পাটোয়ারিসহ অন্তত ১০ নেতাকর্মী।
এ ঘটনায় গতকাল নৌকা ও বিদ্রোহী প্রার্থী দুপক্ষই সদর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, নির্বাচন সামনে রেখে ব্যাপক অস্ত্র, বোমা ও ককটেল মজুত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
গত ১৪ই মে রাতে ইউনিয়নের আমঘাটা গ্রাম থেকে জয়নাল খাঁর ঘরে তিনটি প্লাস্টিকের বালতির মধ্যে ৫৮টি তাজা ককটেলসহ মামুন (২৮) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে। এর পর মোল্লাকান্দিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা ইউনিয়নে দেখা দেয় উত্তেজনা।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে আওয়ামী মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে পূর্ব মাকহাটি ঈদগাহ মাঠে নৌকার প্রার্থী রিপন পাটোয়ারীর পক্ষে উঠোন বৈঠক করে ফেরার পথে রাত ৭টার দিকে মাকহাটি বাজারে নেমে সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মহসিনা হক কল্পনার আনারস প্রতীকের নির্বাচনী ক্যাম্পে প্রবেশ করে ক্যাম্প ও চেয়ার ভাঙচুর চালায়।
এ সময় আনারস প্রতীকের সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে নৌকার প্রার্থীর সমর্থকসহ উল্লেখিত নেতাদের আটকে মারমুখী রূপ নেয়।
প্রাণ বাচাতে চেয়ারম্যান প্রার্থী রিপন পাটোয়ারী, মেয়র ফয়সাল বিপ্লব, রাজনসহ মোটরসাইকেল ব্যবহারকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এ বহরের কয়েকজন আহত হয় এবং দুটি মাইক্রোবাসের কাচ ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
নৌকার প্রার্থী রিপন পাটেয়ারী জানান, আনারস প্রতীকের লোকজন বৃহস্পতিবার বিকালে উত্তর বেহেরকান্দিতে রতন দেওয়ান ও রাজারচরে মিল্লাদ বেপারীকে কুপিয়ে আহত করে। উঠোন বৈঠকের খবরে আগের দিনই নৌকার সমর্থকদের গ্রামছাড়া ও প্রাণনাশের হুমকি দেয়।
তিনি বলেন, নির্বাচনের আগে মসজিদে, কবরস্থানে আমরা শপথ নিয়েছিলাম নৌকার টিকিট যে পাবে তার নির্বাচন করবো। এখন তারা কি করছেন। হজের কসম দিয়ে তিনি বলেন, আমি একটি টাকার বিনিময়েও নৌকার টিকিট নেইনি। বৃহস্পতিবার উঠোন বৈঠক শেষে ফেরার পথে আনারস প্রতীকের সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়, নিজেরাই তাদের ক্যাম্প ভাঙচুর করে দোষ আমার ওপর চাপাতে চাইছেন।
অানারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মহসিনা হক কল্পনা বলেন, মোল্লাকান্দিতে লাখ লাখ টাকার অবৈধ অস্ত্র, বোমা, ককটেল বানানো ও সংগ্রহ করা হচ্ছে। নৌকার প্রার্থী রিপন পাটোয়ারী ও তার ভাই সিপন পাটোয়ারীর নেতৃত্বে আমঘাটা, নতুন আমঘাটা ও চরডুমুরিয়া এলাকায় বোমা ও ককটেলের ভয়ে কয়েকশ’ লোক গ্রাম ছেড়ে পালিয়েছে। ভয়ে আমিও গণসংযোগে যেতে পারছি না। তার ভাই সিপন পাটোয়ারী প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
এখানে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়রের নেতৃত্বে মোটরসাইকেলের বহর নিয়ে বহিরাগতদের সশস্ত্র মহড়া চলছে। আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুরসহ সমর্থকদের হুমকি, বাড়িছাড়া করা হচ্ছে।
বহিরাগতদের মহড়া বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয় বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, এ ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী নেই।
সূত্রঃ মোজাম্মেল হোসেন সজল, মানবজমিন।