মুন্সিগঞ্জ, ১৩ নভেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সিরাজদিখানের জৈনসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার জৈনসারের ভাটিমভোগ বাজার বালুর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মিছিলের পর মিছিল এসে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়। এ সময় রফিকুল ইসলাম দুদুকে আবারো চেয়ারম্যান হিসেবে পেতে সকলে একমত প্রকাশ করেন।
ভাটিম ভোগ এলাকাবাসীর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈনসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামলীগের প্রচার সম্পাদক এ্যাড. ইসলাম শেখ।
স্থানীয় মুরব্বি জব্বার শেখের সভাপতিত্বে ও জৈনসার ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আওলাদ হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি সুমন্ত সরকার, আওয়ামী লীগ নেতা আলী হোসেন লাবু মাঝি, মুক্তিযোদ্ধা শেখ মোহন, মুক্তিযোদ্ধা আমির হোসেন ভান্ডারী, ভবানিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন, বিকল্প ধারার ইউনয়িন সভাপতি মোসলেম হাওরাদার, অওয়ামী লীগ নেতা মো. হালিম মোল্লা, মো. হারুন হাওলাদার, ইমানুল জমাদার বিভিন্ন ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারও মানুষ।