৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:৫২
ইউনিয়নের মানুষকে শান্তিতে রাখতে ত্যাগ স্বীকার করেছি, সামনেও করবো- অাধারায় সোহরাব
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদর উপজেলার অাধারা ইউনিয়ন। এ ইউনিয়নে বাংলাদেশ অাওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন।

আধারা ইউনিয়নের মিঝিকান্দি গ্রাম। এ গ্রামের সাধারণ ভোটারদের কাছে নিজের জন্যে ভোট চাইতে গণসংযোগে নেমেছেন সোহরাব হোসেন। এমন সময় গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

গণসংযোগ চলাকালে এ গ্রামের ভোটাররা প্রকাশ্যেই তার বিরুদ্ধে অভিযোগ তুললেন ঠিক এভাবেই- “গতবার আপনারে ভোট দিয়া পাশ করাইছিলাম। তারপর গত ৫ বছরের মধ্যে একবারও আপনাকে পাওয়া যায়নি। আমাগো এলাকার রাস্তাঘাটের ও কোনো উন্নয়ন করেননি”। তারপর, ভোটারদের প্রকাশ্যে বলা এ অভিযোগ ও ক্ষোভের কথা স্বীকার করে নেন আওয়ামীলীগের মনোনীত এই চেয়ারম্যান প্রার্থী।

এরপর, ভোটারদের অভিযোগের জবাব দেন তিনি।

ভোটারদের উদ্দেশ্যে বলেন, “গত ৫ বছর আপনারা কোনো মামলা খেয়েছেন? কোনো মামলা খাননি। হয়রানির শিকার হয়েছেন? কেউ হননি। ইউনিয়নের সকল মানুষ শান্তিতে থাকবো, শান্তিতে থাকার জন্য আমি সব কিছু করেছি। আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির খবর বলতে পারবেন? দুর্নীতি করার মানুষ আমি না। যদি বলতে পারেন, তাহলে এই মূর্হূতে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করমু।”

এ সময় এলাকার শত শত লোকজন মো: সোহরাব হোসেন এর গণসংযোগে উপস্থিত হয়ে শ্লোগান দিতে থাকেন “বঙ্গবন্ধুর মার্কা, নৌকা মার্কা, শেখ হাসিনার মার্কা, নৌকা মার্কা, সোহরাব ভাইয়ের মার্কা-নৌকা মার্কা। ভোট দিন, ভোট দিন, নৌকা মার্কায় ভোট দিন ”।

পরে তিনি আধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব মো:রহমত আলী মোল্লার বাড়িতে গিয়েও নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন। এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং আসন্ন আধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মত চেয়ারম্যান প্রার্থী হাজ্বী মো:সোহরাব হোসেন এর আগে চিতলিয়া বাজারে গণসংযোগ চলাকালে আধারা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কবীর মাষ্টারের সঙ্গে দেখা হলে কুশল বিনিময় করেন।

তার এ নির্বাচনী প্রচারণার গণসংযোগের সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর, সরকারী হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক রাসেল, সহ-সভাপতি মো:জহির, সাংগঠনিক সম্পাদক রায়হান রাফি, ছাত্রলীগ নেতা শাহ-আলম, সুমন, রানা, মহিউদ্দিন, মিজান প্রমূখ।

উল্লেখ্য,আগামী ২৮ মে অাধারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

error: দুঃখিত!