মুন্সিগঞ্জ, ২৩ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ সারাদেশের সকল বিভাগের প্রতিযোগীদের মধ্যে ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতায় অনার্স লেভেলে (ঘ বিভাগ) তৃতীয় স্থান অর্জন করেছেন মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী রাশেদুন্নবী পিয়াস।
জানা যায়, গেল মঙ্গলবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে রাজধানীর নিউ মার্কেটে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে দেশের ৮ টি বিভাগ ও ঢাকা মহানগরীরসহ ৯ প্রতিযোগীর উপস্থিতিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এতে প্রথম স্থান অর্জন করে রাজশাহী বিভাগ, দ্বিতীয় স্থান চট্টগ্রামের ও তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার রাশেদুন্নবী পিয়াস।
পিয়াস মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর এলাকার শিক্ষক মোহাম্মদ মনির হোসেন ও নিহার আক্তার পারভীন দম্পতির ছেলে পিয়াস। এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ জাতীয় পর্যায়ে ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন পিয়াস। এছাড়া মুন্সিগঞ্জ সদর, জেলা ও ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি।