১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১০:৫১
Search
Close this search box.
Search
Close this search box.
ইংরেজি বক্তৃতায় সারাদেশে দ্বিতীয় মুন্সিগঞ্জের পিয়াস 
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ জুন ২০২৩, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ জাতীয় পর্যায়ে ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন মুন্সিগঞ্জের রাশেদুন্নবী পিয়াস।

দেশের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগিদের অংশগ্রহণে গতকাল মঙ্গলবার ঢাকা ট্রিচার্স ট্রেনিং কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট ১৫ পয়েন্টের মধ্যে পিয়াস ১২ দশমিক ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। প্রথম স্থান অর্জনকারীর চেয়ে মাত্র দশমিক ৫ পয়েন্ট কম পেয়েছেন তিনি।

পিয়াস মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্র। টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর এলাকার শিক্ষক মোহাম্মদ মনির হোসেন ও নিহার আক্তার পারভীন দম্পতির ছেলে পিয়াস। এর আগে তিনি একই প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ সদর, জেলা ও ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলো।

তার এই সাফল্যে স্বজন, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্খীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শুভেচ্ছা জানিয়েছে, সরকারি হরগঙ্গা কলেজের টংগিবাড়ী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘টংগিবাড়ী স্টুডেন্ট’স এসোসিয়েশন’।

error: দুঃখিত!