মুন্সিগঞ্জ, ১৪ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতায় অনার্স লেভেলে (ঘ বিভাগে) ঢাকা বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছেন মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী রাশেদুন্নবী পিয়াস।
জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের আয়োজনে সোমবার
রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা বিভাগ পর্যায় ফলাফল (সাংস্কৃতিক) ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, লোক সংগীত, জারি গান (দলভিত্তিক), উচ্চাঙ্গ নৃত্য, লোকনত্য, ইংরেজি রচনা ও ইংরজি বক্তৃতা এবং হামদ ও নাত প্রতিযোগিতায় ঢাকা বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
পিয়াস মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর এলাকার শিক্ষক মোহাম্মদ মনির হোসেন ও নিহার আক্তার পারভীন দম্পতির ছেলে পিয়াস। এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ জাতীয় পর্যায়ে ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন পিয়াস। এছাড়া মুন্সিগঞ্জ সদর, জেলা ও ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি।