২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:২১
আ.লীগের জাতীয় কাউন্সিল ডিসেম্বরে
খবরটি শেয়ার করুন:

আসছে ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এটি হবে দলের ২০তম কেন্দ্রীয় সম্মেলন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুক্রবার রাতে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় প্রধান এমন নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘আগামী ডিসেম্বরেই আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।’’ এর আগে এক মাসের মধ্যে যে সব জেলায় সম্মেলন হয়নি, সেগুলো সম্পন্ন করা এবং যে সব জেলায় সম্মেলন হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি, সেগুলো এক মাসের মধ্যে শেষ করে কেন্দ্রে জমা দিতে নির্দেশ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতাদের।’

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো রাজনৈতিক দলই যথাসময়ে সম্মেলন করে না। একমাত্র আওয়ামী লীগই যথাসময়ে সম্মেলন করে এবং আগামীতেও তাই করা হবে। যত বাধাই আসুক যথা সময়ে সম্মেলন হবে।’ বৈঠকে উপস্থিত নেতারা জানান, কুমিল্লা জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগে দীর্ঘ দিন ধরে সমস্যা চলছে। সমস্যা সমাধানে দলীয় সভাপতি একটি কেন্দ্রীয় টিম গঠন করে দিয়েছেন।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, কেন্দ্রীয় সদস্য র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী ও কেন্দ্রীয় সদস্য আবদুর রহমানকে কুমিল্লা আওয়ামী লীগের সমস্যা সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠক সূত্র জানায়, বৈঠকে দু’জন কেন্দ্রীয় নেতা সম্প্রতি ১৪ দলের শরিক একটি দলের বিরুদ্ধে কিছু নেতার বক্তব্য এবং পাল্টা বক্তব্যকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক ষড়যন্ত্র চলছে। আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যাদের নিয়ে সরকার গঠন করেছি তাদের সম্পর্কে কোনো কথা না বলাই ভালো। স্বাধীনতার পক্ষের শক্তিকে একত্রিত থাকতে হবে।’ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইসলাম, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।

error: দুঃখিত!