১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৯:৫০
Search
Close this search box.
Search
Close this search box.
আসামি গ্রেপ্তারের সময় দু’একটা ক্রসফায়ার হতেই পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
খবরটি শেয়ার করুন:

সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী নিজের মতো করে কাজ করছে। পুলিশকে আমরা সংযত রেখেছি। আসামি ধরতে গেলে ক্রসফায়ারের মতো দু’একটা ঘটনা ঘটতেই পারে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেফতার, সাংবদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলা এবং মাগুরায় অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত অজিবর শেখ ক্রসফায়ারে নিহত হওয়ার বিষয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে মঙ্গলবার মন্ত্রী এসব কথা বলেন।

মামলার কারণে শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এছাড়া অন্যকোনো কারণ নেই। ’

সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তারের ঘটনা মতপ্রকাশের স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়ায়নি এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ তিনি অভিযোগ করেছেন পুলিশ তার জিডি নেয়নি। তবে তিনি পুলিশের আরো ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারতেন। লিখিত অভিযোগ করতে পারতেন।’

আর মাগুরায় ক্রসফায়ারের ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘আসামি ধরতে গেলে এরকম দু’একটা ঘটনা ঘটবেই। অপরাধী ধরার ক্ষেত্রে সরকারি দল বিরোধী দল কাউকে ছাড় দেওয়া হবে না।’

error: দুঃখিত!