২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১:৪৭
Search
Close this search box.
Search
Close this search box.
আলু ক্ষেতে বৃষ্টির পানি, দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের কয়েক হাজার কৃষক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ ডিসেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

শক্তি হারানো ঘূর্ণিঝড় জাওয়াদ পরবর্তী নিম্নচাপের প্রভাবে টানা ২ দিনের বৃষ্টিতে মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় আলুর বীজতলা তলিয়ে গেছে।

দ্রুত আবহাওয়ার পরিবর্তন না হলে এবং জমে থাকা পানি অপসারণ না করা গেলে বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সম্প্রতি জমিতে আলুর বীজ লাগানো কৃষকরা।

মুন্সিগঞ্জের ৭৫ থেকে ৮০ হাজার কৃষক পরিবার আলু আবাদের সঙ্গে জড়িত।

গত মৌসুমে জেলায় ৩৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও আবাদ হয়েছিল ৩৮ হাজার ৮০০ হেক্টর জমিতে।

চলতি মৌসুমে জেলায় ৩৭ হাজার ৯’শ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

error: দুঃখিত!