লিওনেল মেসি আর্জেন্টিনা দলে ফিরবেন বলে আশাবাদী নেইমার। বার্সেলোনা ফরোয়ার্ডের এই মুহূর্তে জাতীয় দলে না থাকাকে ফুটবলের জন্য দুঃখজনক বলে মনে করছেন ব্রাজিলের অধিনায়ক।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। রাশিয়া বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে অনুপস্থিত মেসি। গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের পর ইরাক ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচের দলেও নেই ৩১ বছর বয়সী এই তারকা।
সাবেক ক্লাব সতীর্থকে প্রতিপক্ষ দলে দেখবেন বলে আশা করেছিলেন নেইমার। এই ম্যাচে ভালো করতে মরিয়া ২৬ বছর বয়সী এই তারকা।
“এটা ফুটবলের জন্য দুঃখজনক। দীর্ঘ সময় ধরে মেসির পুরোটা আমাদের পেতে হবে। সে যত বেশি খেলে, ফুটবলপ্রেমীদের জন্য তত ভালো।”
“আমি আমার সতীর্থদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের বলেছি যে পরের ম্যাচটা গুরুত্বপূর্ণ হবে। কারণ আমাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। দারুণ সব খেলোয়াড় নিয়ে তারা অসাধারণ একটা জাতীয় দল। দারুণ সব খেলোয়াড়ের মুখোমুখি হতে পেরে আমরা খুশি। এটা ফুটবলকে আরও সুন্দর করে তোলে।”
“আমাদের অনেক নতুন খেলোয়াড় আছে। যারা এখানে আছে, তারা সবাই যোগ্য। দলের কাজে লাগার মতো অভিজ্ঞতা তাদের নিজেদের আছে। আশা করি, আমরা সেটা সর্বোচ্চ কাজে লাগাতে পারব। আর দলের জন্য নিজেদের সেরাটা দিতে পারব।”