সাহসী বক্তব্য আর ব্যাতিক্রমী অভিনয়ের জন্য সাম্প্রতিক সময়ে আলোচনায় উঠে আসা ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্টে জানালেন, তিনি যে বিবাহিত তা তাকে প্রায়ই গোপন করার পরামর্শ দেয়া হয়। তবে রাধিকার মতে, ক্যারিয়ারে উন্নতির সঙ্গে এ তথ্য গোপন রাখা বা না রাখার সম্পর্ক নেই।
ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে রাধিকাকে প্রশ্ন করা হয়, তাকে কখনও নিজের বিয়ে গোপন করতে বলা হয়েছে কি না।
জবাবে রাধিকা বলেন, “এখনও পর্যন্ত মানুষ আমি যে বিবাহিত, তা আমাকে গোপন রাখতে বলে। মুম্বাইয়ের তুলনায় দক্ষিণে আমাকে এসব কথা বেশি শুনতে হয়েছে, কিন্তু আমি কখনোই এসবে কান দিইনি।”
তিনি আরও বলেন, “যেটা আমার কাছে ঠিক মনে হয় না, আমি কখনোই সেটা করি না। আমার বিয়েকে আমি কখনো লুকিয়ে রাখার মতো ঘটনা হিসেবে দেখিনি। আমার ব্যক্তিগত জীবনে আমি কি করি, তার সঙ্গে আমার কাজের কোনো সম্পর্ক নেই।”
উপমহাদেশের চিত্রজগতে প্রচলিত ধারণাগুলোর একটি হল, বিবাহিত নায়িকাদের বাজার পড়ে যায়। এরকম ধারণায় বিশ্বাসী নন রাধিকা। বরঞ্চ সম্প্রতি দক্ষিণের মহাতারকা রজনীকান্তের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি প্রমাণ করেছেন, তার চাহিদা কম নয়।
“যারা বলেছিলেন, বিবাহিত হওয়ায় আমি কাজ পাব না, তাদের বলতে চাই, এখন রজনীকান্তের বিপরীতে আমি সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছি। তার থেকে বড় তারকা আর কে আছে?”
ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেইলরকে ২০১২ সালে বিয়ে করেন রাধিকা। ২০১১ সালে লন্ডনে তাদের দেখা হয়। সে সময় সেখানে সমকালীন নাচ শিখছিলেন এই অভিনেত্রী। রাধিকা অভিনীত দুটি হিন্দি সিনেমা ‘মানঝি’ এবং ‘কওন কিতনে পানি মে’ মুক্তির অপেক্ষায় রয়েছে।