৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ৬:০২
আমার বিক্রমপুরে সংবাদ প্রকাশের পর বাঁধ থেকে ইউপি সদস্যের অফিস উচ্ছেদ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ ফেব্রুয়ারি, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল এলাকার মান্দ্রায় পদ্মা নদীর তীর ঘেঁষা বেরি বাঁধের জায়গা দখল করে স্থানীয় ইউপি সদস্য’র নির্মাণাধীন ব্যক্তিগত অফিস ঘরটি উচ্ছেদ করা হয়েছে।

এর আগে গত শনিবার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো. সেলিম মৃধা নদী সিকস্তি জায়গা দখল করে অবৈধভাবে প্রায় ২০ ফুট দৈর্ঘ্যরে একটি ঘর নির্মাণ কাজ শুরু করেন।

এ নিয়ে আমার বিক্রমপুরে মুন্সিগঞ্জে বেরিবাঁধের জমি দখল করে ইউপি সদস্যের অফিস শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসে। এরপর সকালে বেরি বাঁধ থেকে নির্মাণাধীন ঘরটি উচ্ছেদ শুরু হয়। অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান নদী ভাঙ্গণকবলীত এলাকার সাধারণ মানুষ।

সোমবার বিকালে ভাগ্যকুল ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তা মো. আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদের নির্দেশে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে।

error: দুঃখিত!