মুন্সিগঞ্জ, ১১ নভেম্বর, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এস এম শাহজাহান কবির বেপারী ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ……..রাজিউন)।
আজ বুধবার রাত ৯টায় রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে গত ১৯অক্টোবর ঠান্ডাজনিত সমস্যায় চিকিৎসার জন্য তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮বছর।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন বেপারী।
এসএম শাহজাহান বেপারী একপুত্র ও এককন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
প্রসঙ্গত, শাহজাহান বেপারী মরহুম আওয়ামী লীগ নেতা আব্দুর ওয়াহিদ বেপারীর প্রথম পুত্র।