‘দেশা-দ্য লিডার’ ও ‘ওয়ার্নিং’ এর পর এবার ‘ঢাকা অ্যাটাক’- তিনটি ছবিতেই মাহি সাংবাদিক চরিত্রে। তবে এবারের চরিত্রটি একটু বেশি চ্যালেঞ্জিং- ‘ক্রাইম রিপোর্টার’। জীবনের ঝুঁকি নিয়ে সংবাদের পিছনে ছুটে বেড়ানোই যার কাজ। ছোটপর্দার পরিচালক দীপঙ্কর দীপনের ছবিটিতে বুধবার চুক্তিবদ্ধ হন মাহি। তার বিপরীতে আছেন আরিফিন শুভ।
ছবিটির গল্পের অনেক প্রশংসা করে মাহি বললেন- ‘ছবিটির গল্প এমন যে যেকোন শিল্পীই লুফে নিতে বাধ্য। অভিনয়ের অনেক সুযোগ আছে এ গল্পে।’ এটি শুভ-মাহি জুটির তৃতীয় ছবি। ‘ওয়ার্নিং’ ও ‘অগ্নি’তে একসাথে কাজ করেছিলেন তারা। এ নিয়ে মাহি বলেন- ‘আমার আর শুভর আগের ছবিগুলো যেমন দর্শক গ্রহণ করেছে, এ ছবিটিও করবে আশা করি।’
দীপঙ্কর দীপনের প্রথম চলচ্চিত্রটির গল্প বাংলাদেশ পুলিশের বীরত্ব নিয়ে। পুলিশের ইমেজ নিয়ে মানুষের নেগেটিভ ধারণা ভাঙ্গতেই এ ছবি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সরাসরি তত্ত্বাবধানে নির্মিতব্য ছবিটির শুটিং শুরু হবে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে। শুটিং চলবে টানা নব্বই দিন দেশের বিভিন্ন লোকেশনে। ছবিটি মুক্তির টার্গেট আগামী বছরের ঈদুল ফিতরে।