১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:৪৭
আপিলেও বাদ সোহানা তাহমিনা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে করা ৫৬১টি আপিল আবেদনের মধ্যে প্রথম দিন আজ রোববার (১০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত ৫০টির শুনানি সম্পন্ন হয়েছে।

এর মধ্যে ৩০ জনই তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর আপিল আবেদন বাতিল হয়েছে ৬ জনের।

সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শুরু হয়। শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন— মুন্সিগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী মাহী বি চৌধুরী, মুন্সিগঞ্জ-২ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. বাচ্চু শেখ ও মুন্সিগঞ্জ-৩ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মমতাজ সুলতান আহমেদ।

তবে, এসময় মুন্সিগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনার আবেদন বাতিল করা হয়েছে। এখন তিনি চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারবেন।

প্রার্থিতা ফিরে পেতে আপিল দায়ের শেষ হয়েছে শনিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরপর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে।

তারপর রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। এরপর প্রচারে নামবেন প্রার্থীরা, যা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট হবে ৭ জানুয়ারি।

error: দুঃখিত!