২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৯:৪১
আপন ভাতিজিকে নিয়ে চম্পট, চাচা গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আপন ভাতিজিকে অপহরণের মামলায় অভিযুক্ত চাচাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকার বনশ্রী এলাকা থেকে আপন ভাতিজিকে অপহরণের মামলার আসামি সাখাওয়াত হোসেন সৌরভ (৩৫) কে গ্রেপ্তার করা হয়। এসময় আসামির ভাতিজি ১৯ বছর বয়সী নারীকেও উদ্ধার করা হয়।

অভিযুক্ত চাচা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ক্যানেলপাড় উত্তর ভূইগড় এলাকার হাজী মো. খোরশেদ আলম ওরফে শেখ সফিউল্লাহর ছেলে।

র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি সাখাওয়াত হোসেন সৌরভ (৩৫) এবং ভিকটিম (১৯) পরস্পর আপন চাচা-ভাতিজি।

আসামি সাখাওয়াত হোসেন সৌরভ বিভিন্ন সময় তার আপন ভাইয়ের মেয়ে ভিকটিম’কে উত্যক্ত করতো এবং বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতো। ভিকটিম কুপ্রস্তাবে রাজি না হলে আসামি সাখাওয়াত হোসেন সৌরভ গেল অক্টোবর মাসে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি নাইতারপাড়াস্থ খালাতো বোনের বাসা থেকে এজাহারনামীয় অন্যান্য আসামীদের সহায়তায় অবৈধ কামলালসা চরিতার্থ করার জন্য ভাতিজিকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন। মামলা নং-৩৪, তারিখ-২৩/১০/২০২২।

আসামিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

error: দুঃখিত!