১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৯:২৮
আন্তর্জাতিক অভিবাসী দিবস ‍উপলক্ষে আলোচনা সভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস ‍উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব দীপক কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব নাজমুল রায়হান এবং এতে সভাপতিত্ব করেন মেডিকেল অফিসার জনাব ডা. কুমার মৃদুল দাস।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জনাব রফিকুল ইসলাম, জরিপ কর্মকর্তা জনাব আলতাফ হোসেন, ওকাপের মাঠ কর্মকর্তা জনাব ইউজিন ম্রং, ব্র্যাকের আরএসসি ম্যানেজার মো. কামাল হোসেন, কারিতাসের মাঠ কর্মকর্তা জনাব নারায়ণ চন্দ্র মুজুমদার নয়ন প্রমুখ।

error: দুঃখিত!