মুন্সিগঞ্জ, ১৮ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে অভিবাসীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের দশকানি এলাকায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম- ওকাপ মুন্সিগঞ্জ ফিল্ড অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ প্রতিপাদ্যে এবছর সারা বাংলাদেশে ‘অভিবাসী দিবস’ পালিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম- ওকাপ মুন্সিগঞ্জ ফিল্ড অফিসের ফিল্ড অফিসার ইউজিন ম্রং ও ফিল্ড অর্গানাইজার তাইজুল ইসলাম শিহাব ও ওকাপের বিভিন্ন ইউনিয়নের ফোরাম সদস্যরা।