মুন্সিগঞ্জ, ২৪ মে, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের সোলারচর এলাকায় আওয়ামী লীগ নেতার বাড়িতে গুলিবর্ষণ ও ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ সোমবার (২৪ মে) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধারা ইউনিয়নের সোলারচর এলাকার জহিরুদ্দিন এর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মেম্বার এর ভাতিজা তাহমিদ (১৯) গতকাল রাতে নিজ হাতে ককটেল বিস্ফোরণ ঘটায়। সেই ঘটনা থানা-পুলিশকে জানালে ক্ষিপ্ত হয়ে সুরুজ মেম্বারের নির্দেশে তার ৩ ছেলে রমজান, ডালিম ও সাগরের নেতৃত্বে আরও ১০-১২ জন আজ সকালে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন এর বাড়িতে হামলা চালায়। এসময় তার বাড়িতে কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করা হয়। এতে চারজন গুলিবিদ্ধ সহ অন্তত ১০ জন আহত হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।