মুন্সিগঞ্জ, ২৭ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের মুক্তির দাবিতে পোস্টার লাগাতে গিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের হাতে আটক হয়েছেন ছাত্রদলের ৪ নেতাকর্মী।
গেল শনিবার গভীর রাতে গজারিয়া থানার আশপাশ থেকে তাদের আটক করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আটককৃতরা হলো, ইমামপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হিমেল (১৮), বাউশিয়া ইউনিয়ন ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মারুফ আহমেদ সাহেদ (১৮), ছাত্রদল কর্মী রোহান (২১) ও তানভীর (১৯)।
গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, শনিবার দিবাগত রাত বারোটার দিকে থানার দেয়ালে পোস্টার লাগানোর সময় তাদের হাতেনাতে আটক করা হয়। তাদের মধ্যে নাশকতার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
গজারিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান বলেন, ছাত্রদলের ৪জন নেতাকর্মী আটক হয়েছে, আটক নেতা কর্মীর মুক্তির দাবিতে তারা পোস্টার লাগাতে গিয়েছিলেন এটাই তাদের অপরাধ। তাদের জামিনের ব্যাপারে আমরা চেষ্টা চালাচ্ছি।