সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর ফজলে কবির।এদিকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে আজ রোবাবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন এই সাবেক সচিব। ইতোমধ্যেই নতুন গভর্নরকে বরণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংক।
ড. আতিউর রহমানের পদত্যাগের পর গত ১৫ই মার্চ নতুন গভর্নর হিসেবে সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরের নাম ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত সোনালি ব্যাংক এবং ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।