৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৯:৩৭
Search
Close this search box.
Search
Close this search box.
আচরণ বিধি লঙ্ঘন করায় মাহি বি চৌধুরীকে জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে গণজমায়েত করায় মুন্সিগঞ্জ ১ আসনে কুলা প্রতীকের প্রার্থী মাহি বি চৌধুরীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কুসুমপুর এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, সিরাজদিখানের কুসুমপুর জাগরণী সংসদ মাঠে মেলার আয়োজন চলছিলো। সেখানে মাহি ‘শান্তির উৎসব’ নামে নির্বাচনী প্রচারণামূলক কর্মসূচির আয়োজন করেন। যা নির্বাচনী আচরণবিধির ৬ ধারার লঙ্ঘন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাহির কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

error: দুঃখিত!