৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:৪১
Search
Close this search box.
Search
Close this search box.
‘আওয়ামী লীগ জাল দলিল করে মানুষের জায়গা দখল করার দল নয়’- মৃণাল কান্তি দাস
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ আগস্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘আওয়ামী লীগ দূর্বলের উপর সবলের অত্যাচারের দল নয়, আওয়ামী লীগ জাল দলিল করে মানুষের জায়গা দখল করার দল নয়, আওয়ামী লীগ অন্যায়ের বিচার করে ন্যায়ের বিপক্ষে দাড়ানোর সংগঠন নয়’- এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

শনিবার (২৯ আগস্ট) মুন্সিগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখা আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখনো সময় আছে, যারা এসমস্ত অপকর্ম করে যাচ্ছেন বিরত থাকুন। না হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অন্যায়ের ‍বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে অত্যাচারীর বিরুদ্ধে, গণমানুষের পক্ষে তিনি যে পথচলা শুরু করেছেন সেই দলে অনেকেই পরে যেতে পারেন।

জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে অংশ নেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আজম খসরু।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন ও মোয়াজ্জেম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক রজতরেখার সম্পাদক শাহিন মোহাম্মদ আমানুল্লাহ প্রমুখ।

error: দুঃখিত!