মুন্সিগঞ্জ, ১৬ আগষ্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘আওয়ামী লীগের নেতৃত্বে তরুণরা এগিয়ে আসলেই যেসব সুবিধাবাদিরা অন্য দল থেকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে তারা একসময় পালাবে’- এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল।
আজ রোববার (১৬ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পঞ্চসারের ডিঙ্গাভাঙ্গা এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ উপ মহাদেশের বৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল। দলের দু:সময়ে অসংখ্য ত্যাগী নেতা-কর্মী আওয়ামী লীগকে ঘিড়ে রাখলেও তারা সুবিধাবাদী নয়। তারা দল সরকার ক্ষমতায় বলে সুযোগ-সুবিধার জন্য মরিয়া নয়।’
উক্ত দোয়া মাহফিলে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া শেষে দুস্থ ও শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।