মুন্সিগঞ্জ, ১০ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি করেছে ছাত্রদল।
আজ মঙ্গলবার দুপুর একটার দিকে শহরের সরকারি হরগঙ্গা কলেজের সামনের সড়কে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, শহর ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসাইন, যুগ্ম-আহবায়ক ইয়ামিন মিয়া, হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিক প্রমুখ।
মানববন্ধনে বক্তৃতাকালে জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনের সময় সংঘটিত সকল খুন ও গুমের বিচার করতে হবে। ফ্যাসিবাদের সহচর প্রশাসনসহ সকল পর্যায়ের কর্তাব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।