৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ১০:০০
Search
Close this search box.
Search
Close this search box.
আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি পদে আ. লীগ ও সা. সম্পাদক পদে বিএনপির জয়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ জানুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ প্যানেলের এড. মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদের এড. সুলতানা রোজিনা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

গতকাল সোমবার (২৫ জানুয়ারি) উৎসব মুখর পরিবেশে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এবারের নির্বাচনের ভোট গ্রহন হয়। নির্বাচনে ৩৮৪জন আইনজীবির মধ্যে ভোট প্রদান করেন ৩৭৫জন।

এতে কার্যকরী কমিটির ১৫টি পদের মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে সভাপতি সহ ৮ জন এবং জাতীয়তাবাদি আইনজীবি ঐক্য পরিষদ থেকে ৭জন প্রার্থী বিজয় হয়।

নির্বাচিত অন্যরা হলেন

সহ-সভাপতি- এড. মো. হালিম বেপারী (বিএনপি) , সহ-সভাপতি এড. মো: আবুল হাসান মৃধা (আওয়ামী), সহ-সাধারণ সম্পাদক – এড. মো.নুরুল ইসলাম খান (বিএনপি), লাইব্রেরী সম্পাদক এড.দেলোয়ার হোসেন তুহিন (আওয়ামী), দপ্তর সম্পাদক – এড প্রণয় চক্রবর্তী (আওয়ামী), কোষাধ্যক্ষ এড. মো. হাফিজুর রহমান (বিএনপি), ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক এড. মো.বেলায়েত হোসেন (আওয়ামী লীগ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এড. মো. আরফান সরকার খোকন (বিএনপি)। কার্যকরী সদস্য (১)- এড. মো. জাহাঙ্গীর আলম (বিএনপি), (২) এড. মো. হাবিবুর রহমান হাবিব (আওয়ামী),(৩) এড. মো. মেহেদী হাসান শাহবাৎ (বিএনপি), (৪) এড. প্রদীপ পাল (আওয়ামী লীগ), (৫) এড. মো. ফিরোজ মিয়া (আওয়ামী লীগ)।

নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করেন এড. নাছিমা আক্তার। এছাড়া সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন এড. সুলতানা আক্তার বিউটি। আর পোলিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন, এড. জানে আলম প্রিন্স, এড. সুজন হায়দার জনি, এড. আকলিমা আক্তার।

error: দুঃখিত!